নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। বিকাল ৫:৫৪। ৩ জুলাই, ২০২৫।

রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত

জুন ১৫, ২০২৩ ৮:৫৩
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী জেলা পরিষদের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৫ জুন) সকালে নিজ সভা কক্ষে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও রাজশাহী জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবালের সভাপতিত্বে এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভা সঞ্চালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু: রেজা হাসান।

সভাপতির বক্তব্যে জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর ইকবাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু ও তার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার চেতনাকে সামনে রেখে রাজশাহী জেলা পরিষদের উন্নয়নমূলক কর্মকান্ড পরিচালনা কররে রাজশাহী‘র ৯টি উপজেলার উন্নয়নের ধারা অব্যাহত রাখবো।

আরও পড়ুনঃ  তানোরে ভুতুড়ে বিল দেয়ার প্রতিবাদে পল্লী বিদ্যুৎ অফিসে  গ্রাহকদের বিক্ষোভ 

মাসিক সভায় উপস্থিত ছিলেন বাগমারা উপজেলা চেয়ারম্যান অনিল কুমার সরকার, বাঘা উপজেলা চেয়ারম্যান লায়েব উদ্দীন লাভলু, পুঠিয়া উপজেলা চেয়ারম্যান জি.এম হীরা বাচ্চু, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, বাঘা মেয়র আক্কাস আলী, চারঘাট পৌর মেয়র একরামুল হক, সদস্য-১ ( গোদাগাড়ী) আব্দুর রশিদ, সদস্য-২ (তানোর) মো: মাইনুল ইসলাম, সদস্য-৫ ( দূর্গাপুর) মো: আবুল কালাম আজাদ, সদস্য-৩ ( পবা ও সিটি কর্পোরেশন) মো: তফিকুল ইসলাম, সদস্য-৪ ( মোহনপুর) দীলিপ কুমার সরকার, সদস্য-৮ (চারঘাট) মো: জনাব আলী, সদস্য-৬ (বাগমারা) মোঃ আবু জাফর প্রাং, সদস্য-৯ ( বাঘা) মো: মহিদুল ইসলাম, সদস্য-৭ ( পুঠিয়া) মো: আসাদুজ্জামান মাসুদ, সংরক্ষিত সদস্য-১ ( গোদাগাড়ী, তানোর ও পবা) শিউলী রানী সাহা, সংরক্ষিত সদস্য-২ ( মোহনপুর, দূর্গাপুর ও বাগমারা) সুলতানা পারভীন রিনা, সংরক্ষিত সদস্য-৩ ( পুঠিয়া, চারঘাট ও বাঘা) মোসা: সাজেদা বেগম। এসময় আরো উপস্থিত ছিলেন, সহকারী প্রকৌশলী এজাজুল আলম, উপ সহকারী প্রকৌশলী আনোয়ার হোসেন, প্রধান হিসাবরক্ষক আব্দুল মতিন, সার্ভেয়ার আলিফ আলী সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

আরও পড়ুনঃ  ধর্মঘট প্রত্যাহার, পাবনা-ঢাকা রুটে বাস চলাচল শুরু

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।