নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। সন্ধ্যা ৬:১২। ৬ আগস্ট, ২০২৫।

রাজশাহী জেলা পরিষদ কর্তৃক জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৫ পালিত

আগস্ট ৬, ২০২৫ ৩:০৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা পরিষদ কর্তৃক ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। মঙ্গলবার সকাল ৯ টায় নগরীর সিএন্ডবি মোড়স্থ’ ‘জুলাই শহিদ স্মৃতিস্তম্ভে’ পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে কর্মসূচি শুরু হয়।

উক্ত দিবস উপলক্ষে রাজশাহী জেলা পরিষদ কর্তৃক আয়োজিত আইডিয়া প্রতিযোগীতার অংশ হিসেবে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চিত্রাংকন প্রতিযোগীতার ও চিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। সকাল সাড়ে ৯টায় জেলা শিল্পকলা একাডেমি চত্ত্বরে আয়োজিত উক্ত চিত্র প্রদর্শনী পরিদর্শন করেন রাজশাহীর বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, আরএমপি কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান, জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান, রাজশাহীর জেলা প্রশাসক আফিয়া আখতার, জেলা পুলিশ সুপার ফারজানা ইসলাম,জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মু.রেজা হাসান, অন্যান্য সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা এবং দর্শনার্থী বৃন্দ ।

আরও পড়ুনঃ  গাজায় একদিনে নিহত ৯৪, মোট প্রাণহানি ৬১ হাজার ছুঁইছুঁই

এছাড়া জেলা প্রশাসন রাজশাহী কর্তৃক আয়োজিত “জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সম্মিলন” অনুষ্ঠান শেষে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের অনুকূলে জেলা পরিষদের আর্থিক অনুদান প্রদান করা হয় এবং জুলাই গণঅভ্যুত্থান নিয়ে শিশুদের চিত্রাংকন প্রতিযোগীতার পুরস্কার বিতরণ করেন জেলা পরিষদের প্রশাসক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ হাবিবুর রহমান

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।