
স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা বিএনপির আহবায়ক আবু সাঈদ চাঁদসহ দলটির ৭ নেতাকর্মীকে আটক করা হয়েছে। শনিবার বিকালে বিএনপির পূর্ব ঘোষিত অবস্থান কর্মসূচিতে অংশ নিতে মিছিল নিয়ে যাওয়ার প্রস্তুতি গ্রহণকালে তাদের আটক করা হয়। এ সময় পুলিশ লাঠিচার্জ করে। পুলিশ বলছে, বিশৃঙ্খলা সৃষ্টির কারণে বিএনপি নেতকাকর্মীদের আটক করা হয়েছে। বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু দাবি করেছেন, তারা ২০ নেতাকর্মীর সন্ধান পাচ্ছেন না। ধারণা করছেন, পুলিশ তাদের আটকের বিষয়টি নিশ্চিত করছে না। পুলিশের হামলায় অর্ধশতাধিক নেতাকর্মী আহত হয়েছেন বলে তিনি দাবি করেছেন। মিনু জানিয়েছেন, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাসহ স্থানীয় চারটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম ও পরিচয় দিতে পারেননি। পুলিশ যাদের আটক করেছে তারা হলেন- জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, পবা উপজেলা বিএনপির...
Developed by BDITHOST