
এসএম আব্দুর রহমান, পুঠিয়া : পুঠিয়ার সাবেক উপজেলা চেয়ারম্যান ও রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারুল ইসলাম জুম্মার বহিস্কার আদেশ প্রত্যাহার করা হয়েছে। গত (১৫ নভেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ন মহাসচিব এ্যাড ভোকেট রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ আদেশ জারি করা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় ইতোপূর্বে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শ পরিপন্থী কার্যকলাপের জন্য রাজশাহী জেলা মৎসজীবী দলের সিনিয়র সহ-সভাপতি ও পুঠিয়া উপজেলা বিএনপির সদস্য আনোয়ারুল ইসলাম জুম্মাকে দলের প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ে রপদ থেকে বহিস্কার করা হয়েছিল। আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক তার বহিস্কারআদেশ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়েছে।
Developed by BDITHOST