স্টাফ রিপোর্টার : রাজশাহী টেনিস কমপ্লেক্সে চলছে আইটিএফ ওয়ার্ল্ড টেনিস জুনিয়র টুর্নামেন্টের রোমাঞ্চকর লড়াই। মঙ্গলবার অনুষ্ঠিত দ্বিতীয় রাউন্ডের ম্যাচে চীনের টিয়ানরান ডোংয়ের বিপক্ষে তিন ঘণ্টারও বেশি সময় ধরে হাড্ডাহাড্ডি লড়াই করেছেন বাংলাদেশের সুমাইয়া আক্তার। তবে শেষ পর্যন্ত ১-২ সেটে (৪-৬, ৬-২, ৪-৬) পরাজিত হয়ে কোয়ার্টার ফাইনালে উঠতে ব্যর্থ হন ঝালকাঠির এই তরুণী তারকা। প্রথম সেটে ৪-৬ গেমে হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়ান সুমাইয়া। দ্বিতীয় সেটে চমৎকার খেলে ৬-২ ব্যবধানে জিতে ম্যাচে সমতা ফেরান। নির্ধারণী তৃতীয় সেটে ৩-০ গেমে এগিয়ে গিয়ে জয়ের আশা জাগিয়েছিলেন তিনি। কিন্তু পরপর দুটি ব্রেক পয়েন্ট হারিয়ে গতি হারায় তার খেলা। সুযোগ বুঝে প্রতিপক্ষ টিয়ানরান ডোং আক্রমণাত্মক খেলা শুরু করলে ৪-৬ গেমে সেট হারেন সুমাইয়া, আর তাতেই বিদায় নিতে হয় টুর্নামেন্ট থেকে। দিনের খেলায় বালক ও বালিকা...
Developed by BDITHOST