নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ মঙ্গলবার। সকাল ৬:০৫। ২৬ আগস্ট, ২০২৫।

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট এসোসিয়েশন’র বিশেষ বার্তা

এপ্রিল ৮, ২০২৪ ৯:২৩
Link Copied!

সংবাদ বিজ্ঞপ্তি : সম্প্রতি বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাংবাদিকদের নতুন দুটি সংগঠন আত্মপ্রকাশের খবর প্রকাশিত হয়েছে। যেকোনো নতুন সংগঠন প্রতিষ্ঠা বা কোনো সংগঠনে যোগদানের অধিকার সবার আছে । কিন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দুটি সংগঠনের সদস্য তালিকায় যাদের নাম প্রকাশিত হয়েছে, তাদের অনেকেই আরটিজেএ-এর নির্বাহী কমিটির সদস্যদের নিকট ব্যক্তিগতভাবে যোগাযোগ করে জানিয়েছেন, তারা উক্ত বিষয়ে জানেননা বা উপস্থিত ছিলেন বা তাদের অন্য বিশেষ উপায়ে (নোংড়া শর্তে) নতুন সংগঠনে অন্তর্ভূক্ত করা হয়েছে।

আরও পড়ুনঃ  রাজশাহী পলিটেকনিক শিক্ষার্থীদের ৩ দফা দাবিতে বিক্ষোভ

রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ) মনে করে, মৌখিকভাবে বা ব্যক্তিগতভাবে এমন যোগাযোগ বা কথা বলা সাংগঠনিক ও গঠনতান্ত্রিক নয়। উদ্ভুত পরিস্থিতিতে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ এর নির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয় রোববার ।

আরও পড়ুনঃ  কাটাখালী থানার অভিযানে ১ কেজি গাঁজা উদ্ধার : গ্রেফতার ১

সভার সিদ্ধান্ত অনুযায়ী নতুন দুটি সংগঠনের নেতৃত্বে ও সদস্য হিসেবে গণমাধ্যমে যাদের নাম প্রকাশিত হয়েছে, তারা আগামী ২৫ এপ্রিল, ২০২৪ তারিখের মধ্যে লিখিতভাবে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ এর সাধারণ সম্পাদকের কাছে নিজেদের অবস্থান পরিষ্কার করবেন। অন্যথায় ধরে নেয়া হবে, তারা আরটিজেএ’র সঙ্গে নেই। গঠণতন্ত্র অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।