স্টাফ রিপোর্টার : রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন-আরটিজেএ’র সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার সন্ধ্যায় নগরীর একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভার আয়োজন করা হয়।
সভায় সদস্যদের সম্মতিক্রমে আরটিজেএ’র সংশোধিত গঠনতন্ত্র পাস করা হয়। সভায় জানানো হয়, আবেদনের পরিপ্রেক্ষিতে বিভিন্ন টেলিভিশনে কর্মরত ৮ জনকে আরটিজেএ’র সদস্যপদ দেয়ার সিদ্ধান্ত হয়েছে।
পরে সাংগঠনিক আলোচনা শেষে নির্বাহী কমিটি ভেঙে দেয়া হয়। সদস্যদের সর্বসম্মতিক্রমে মোহনা টিভির ব্যুরো প্রধান মেহেদী হাসান শ্যামলকে আহ্বায়ক ও যমুনা টিভির জাবীদ অপুকে সদস্য সচিব করে একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
আহ্বায়ক কমিটির অন্য সদস্যরা হলেন-জিটিভির রাশেদ রিপন, স্টার নিউজের জিয়াউল গনি সেলিম, ইন্ডিপেনডেন্ট টিভির মোস্তাফিজুর রহমান রাসেল, এখন টিভির রাকিবুল হাসান রাজীব ও চ্যানেল টোয়েন্টিফোরের আখতারুজ্জামান লেলিন।
এই আহ্বায়ক কমিটি নির্ধারিত মেয়াদের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের আয়োজন করবে।