
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে ট্রাফিক পুলিশের চলমান অভিযানের বিরুদ্ধে অটোরিকশা চালকরা বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে আরএমপি ট্রাফিক বিভাগের কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন। অভিযোগ, এখন কোনো সার্জেন্ট অটোরিকশা ধরলেই জরিমানা ২৬০০ টাকা, যা আগে ছিল মাত্র ৩০০ টাকা। বিক্ষোভকারীরা জানান, নগরে অটোরিকশা দুই শিফটে চলে। সকাল থেকে দুপুর পর্যন্ত সবুজ রঙের অটো এবং পরবর্তী শিফটে মেরুন রঙের অটো চলাচল করে। গ্রাম থেকে হাসপাতালে রোগী আনার সময় শিফট পরিবর্তন হয়ে গেলে সার্জেন্টরা গাড়ি জব্দ করে মামলা দেন। প্রথমবার ধরা পড়লে জরিমানা ২৬০০ টাকা, দ্বিতীয়বার ৫০০০ টাকা এবং তৃতীয়বার সাড়ে ৭০০০ টাকা। এতে একজন চালকের সারা মাসের আয় প্রায় নষ্ট হয়ে যায়। জাতীয়তাবাদী ইজিবাইক শ্রমিক দলের রাজশাহী মহানগর শাখার সাধারণ সম্পাদক হেলাল উদ্দীন বলেন, “এই জরিমানার পরিমাণ একজন চালকের সাপ্তাহিক আয়ের চেয়েও বেশি।...
Developed by BDITHOST