
স্টাফ রিপোর্টার : আসন্ন ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী, আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও বর্তমান মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী থেকে কলকাতা সরাসরি ট্রেন ও বাস যোগাযোগ চালুর কাজে অগ্রগতি হয়েছে। আর ভারতের মুর্শিদাবাদের ধূলিয়ান থেকে রাজশাহী হয়ে আরিচা হয়ে ঢাকা পর্যন্ত নৌ রুট চালুর বিষয়ে কাজ চলমান আছে। এই নৌ রুটের চুক্তি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রীর শ্রীমতি ইন্ধিরা গান্ধী করেছিলেন। আজকে সেটি বাস্তবায়ন হওয়ার পথে। এই ট্রেন, বাস ও নৌরুট চালু হলে রাজশাহীর ব্যবসা-বাণিজ্যের পরিধি বৃদ্ধি পাবে। শনিবার (২৯ এপ্রিল) বিকেলে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে চাঁপাইনবাবগঞ্জ জেলা সমিতি, রাজশাহী আয়োজিত ইদ পুনর্মিলনী ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় প্রধান অতিথির বক্তব্যে মেয়র...
Developed by BDITHOST