স্টাফ রিপোর্টার : ঢাকায় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অগ্নিকান্ডের ঘটনার জেরে ঢাকা-রাজশাহী রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (১৮ অক্টোবর) দুপুরের পর থেকে এই ফ্লাইটগুলো বাতিল করা হয়েছে। রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরের ম্যানেজার দিলারা পারভীন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, দুপুরে ঢাকা থেকে রাজশাহীগামী একটি ইউএস বাংলা বিমানের ডিপাচার হওয়ার কথা ছিল। কিন্তু অগ্নিকান্ডের কারণে সেটির ডিপাচার বাতিল হয়ে যায়। ফলে রাজশাহী থেকে ঢাকাগামী বিমান চলাচল আপাতত বন্ধ রয়েছে। মূলত বিকেলের ইউএস বাংলা ফ্লাইটটি বাতিল করা হয়েছে। ঢাকার পরিবেশ স্বাভাবিক হলেই রাজশাহী থেকে বিমান চলাচল শুরু হবে।
এর আগে, এদিন দুপুর ২টা ১৫ মিনিটের দিকে বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আকস্মিকভাবে অগ্নিকা-ের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে বর্তমানে ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট কাজ করছে। কার্গো ভিলেজের এ অংশে আমদানি করা পণ্য মজুত রাখা হয়।