স্টাফ রিপোর্টার : রাজশাহীর দামকুড়া সীমান্ত হতে ভারতীয় ফেনসিডিল জব্দ করেছে রাজশাহী ব্যাটালিয়ন (১বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানান, শুক্রবার (২ জানুয়ারি) রাত আনুমানিক ৪ টার সময় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চরমাজারদিয়া বিওপি’র আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে দেখতে পায় যে, একজন চোরাকারবারী ভারত সীমানা অতিক্রম করে বাংলাদেশের দিকে আসছে।
উক্ত চোরাকারবারী বিজিবির আভিযানিক দলের কাছাকাছি আসার পর তাকে ধরার জন্য ধাওয়া করলে তার কাছে থাকা প্লাষ্টিকের একটি বস্তা ফেলে তাৎক্ষনিক দৌড়ে রাতের অন্ধকারে পালিয়ে যায়। পরবর্তীতে বিজিবির আভিযানিক দল কর্তৃক উক্ত বস্তাটি তল্লাশী করে তার মধ্য হতে ভারতীয় ৪০ বোতল ফেনসিডিল(মালিকবিহীন) জব্দ করতে সক্ষম হয়। জব্দকৃত মাদকদ্রব্য দামকুড়া থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) মাদকমুক্ত দেশ গঠনে অঙ্গীকারবদ্ধ ও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে দায়িত্ব পালন করে যাচ্ছে।
