নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ৯:০৭। ২ জুলাই, ২০২৫।

রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ও ডিপ্লোমা শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

মে ১৩, ২০২৫ ৪:২৩
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী নার্সিং কলেজে বিএসসি ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা-পাল্টা হামলা, ইটপাটকেল নিক্ষেপ ও মারধরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুরে কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, যোগ্য শিক্ষক নিয়োগসহ নানা দাবিতে দীর্ঘদিন ধরে পৃথক ব্যানারে আন্দোলন করে আসছেন বিএসসি ও ডিপ্লোমা ইন নার্সিংয়ের শিক্ষার্থীরা। দাবি আদায়ের লক্ষ্যে এক আলোচনাসভা চলাকালীন বাকবিতণ্ডার একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

আরও পড়ুনঃ  ইসরাইলের সঙ্গে যুদ্ধে শহীদ শীর্ষ কর্মকর্তার রাষ্ট্রীয় জানাজা ইরানে

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, রাজশাহী নার্সিং কলেজের অডিটোরিয়ামে ডিপ্লোমা ইন নার্সিং বিভাগের কিছু শিক্ষার্থী উপস্থিত হন, যারা বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত। সেখানে বিএসসি ইন নার্সিংয়ের শিক্ষার্থীদের সঙ্গে তাদের কথাকাটাকাটি ও অশোভন আচরণের জেরে শুরু হয় উত্তেজনা। পরে ডিপ্লোমা শিক্ষার্থীরা বাইরে গেটে অবস্থান নেন এবং বিএসসি শিক্ষার্থীরা কলেজের মূল গেট বন্ধ করে ভেতরে অবস্থান নেয়।

আরও পড়ুনঃ  মাইলফলক স্পর্শ করলেন শান্ত

পরে গেট ভাঙার চেষ্টা ও মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনাকে কেন্দ্র করে পুলিশের উপস্থিতিতেই শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। ইট ছোঁড়াছুঁড়ি, ধাওয়া-পাল্টা ধাওয়া এবং হাতাহাতির এক পর্যায়ে অন্তত ১০ জন শিক্ষার্থী আহত হন। একাধিক নারী শিক্ষার্থী অভিযোগ করেছেন, তারা মারধরের পাশাপাশি হেনস্থার শিকার হয়েছেন।

আরও পড়ুনঃ  ‘কাঁটা লাগা’ খ্যাত অভিনেত্রী শেফালী জারিওয়ালার মৃত্যু

ঘটনার পর রাজশাহী নগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বোয়ালিয়া জোন) হাফিজুর রহমান জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পরে সেনাবাহিনীর একটি দলও ক্যাম্পাস পরিদর্শন করে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।