নিবন্ধিত নিউজ পোর্টাল

বাংলাদেশ বৃহস্পতিবার। রাত ১০:০৫। ২০ নভেম্বর, ২০২৫।

রাজশাহী পুলিশ সুপারের গোদাগাড়ী মডেল থানা পরিদর্শন

নভেম্বর ২০, ২০২৫ ৮:৪৭
Link Copied!

মমিনুল ইসলাম মুন : রাজশাহী জেলার পুলিশ সুপার (এসপি) জনাব ফারজানা ইসলাম বৃহস্পতিবার গোদাগাড়ী মডেল থানার বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি থানার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সেবাগ্রহীতাদের জন্য পুলিশি সেবা, অপরাধ দমন কার্যক্রম এবং থানার প্রশাসনিক ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিক পর্যালোচনা করেন।

এ সময় উপস্থিত ছিলেন গোদাগাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার জনাব আব্দুস সালাম এবং গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মোয়াজ্জেম হোসেন (পুলিশ পরিদর্শক নি:)। কর্মকর্তারা এসপিকে চলমান কার্যক্রম, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত অবহিত করেন।

পুলিশ সুপার ফারজানা ইসলাম থানার কার্যক্রম আরও জনবান্ধব এবং প্রযুক্তিনির্ভর করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে আধুনিক পুলিশিংয়ের সঙ্গে মানুষের আস্থা অর্জনই আমাদের প্রধান লক্ষ্য।

পরিদর্শন শেষে তিনি থানার বিভিন্ন শাখা পরিদর্শন করেন এবং থানার কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত উৎসাহ বৃদ্ধি ও শৃঙ্খলা বজায় রাখতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।