স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় উন্নয়ন সমন্বয় কমিটির সভা মঙ্গলবার (১৯ ডিসেম্বর) মঙ্গলবার বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর সভায় সভাপতিত্ব করেন। সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে কৃষি বিভাগের পক্ষ থেকে জানানো হয়, রোপা আমন ধান ও পেঁয়াজের ভালো ফলন হয়েছে। পেঁয়াজ সংরক্ষণের কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সে বিষয়ে জানতে চাইলে জানানো হয়,পেঁয়াজ সংরক্ষণ করার জন্য কৃষকরা ছোট ছোট ঘর তৈরি করছে, যেখানে ৫/৬ মাস পেঁয়াজ সংরক্ষণ করা যাবেÑ যার ফলে বাজারে পেঁয়াজের চাহিদা অনেকটাই লাঘব হবে। সামাজিক বনায়নের গাছ কেটে যেন কেউ রাস্তায় নাশকতা তৈরি করতে না পারে সেদিকে নজর দিতে সভায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বন বিভাগকে নির্দেশনা দেন বিভাগীয় কমিশনার । করাত কলও যেন কেউ নাশকতার কাজে ব্যবহার করতে না...
Developed by BDITHOST