নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা সোমবার। রাত ২:১৭। ১৪ জুলাই, ২০২৫।

রাজশাহী বিভাগীয় এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড পরীক্ষা ১৬ জুলাই

জুলাই ১৩, ২০২৫ ৭:১৫
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচি ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’-এর রাজশাহী পর্বের পরীক্ষা অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ১৬ জুলাই। এতে অংশ নিতে বিভাগের আট জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ২৫০ জন শিক্ষার্থী ইতোমধ্যে নাম নিবন্ধন করেছে। এবার পরীক্ষা হবে রাজশাহীর নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে।

রোববার ইউনিভার্সিটির সভাকক্ষে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল এসোসিয়েশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানানো হয়েছে। সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার সার্বিক বিষয় তুলে ধরেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক ও বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের রাজশাহী প্রতিনিধি অমিত কুমার পাল।

তিনি জানান, জ্যোতির্বিজ্ঞান বিষয়কে বাংলাদেশে জনপ্রিয় করবার জন্য বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশন ৩৭ বছর ধরে কাজ করে যাচ্ছে। সে কাজের ধারাবাহিকতায় ২০০৬ সাল থেকে আয়োজন করা হচ্ছে অ্যাস্ট্রোনমি বিষয়ক মেধা যাচাই কর্মসূচী ‘অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এই আসরটি বাংলাদেশ অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের ২০তম আসর। রাজশাহীসহ বাংলাদেশের ৮টি বিভাগীয় শহর এবং ৩টি জেলা শহরসহ ১১টি শহরে অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড কার্যক্রম অনুষ্ঠিত হবে। সারা বাংলাদেশে ১১ জুলাই থেকে প্রাথমিক বাছাই বা প্রথম রাউন্ড পরীক্ষা শুরু হয়েছে। এটি চলবে আগামী ২১ জুলাই পর্যন্ত।

আরও পড়ুনঃ  ইসরায়েল ‘কিছু সময়ের জন্য’ গাজা শাসন করতে পারে

রাজশাহী বিভাগে ২৫০ জন প্রতিযোগী অংশ নেওয়ার সুযোগ পাবে। ইতোমধ্যে অনলাইনে ২৫০ জন নাম নিবন্ধন করে ফেলেছে। তাই নিবন্ধন কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। আগামী আগামী ১৬ জুলাই নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতে অনুষ্ঠিত হবে পরীক্ষা। সেখানে লিখিত, নৈর্ব্যক্তিক ও শূন্যস্থান পূরণের পরীক্ষা দিতে হবে প্রতিযোগিদের।

আরও পড়ুনঃ  মিশন অস্ট্রেলিয়া : ঋতুপর্ণাদের বেতন-খাবার-অনুশীলন নিয়ে বাফুফের পরিকল্পনা

কিনি জানান, ১৪ থেকে ১৮ বছর বয়সি স্কুল এবং কলেজ পর্যায়ের ছাত্র-ছাত্রীদের জন্য আয়োজিত এই অলিম্পিয়াডে বিভাগীয় ও জেলা শহরগুলোতে প্রথম রাউন্ড থেকে বাছাইকৃত ছাত্র-ছাত্রীদের নিয়ে দ্বিতীয় রাউন্ড বা জাতীয় পর্যায়ের প্রতিযোগিতা হবে। এরপর তৃতীয় রাউন্ড বা ক্লোজড ক্যাম্প অনুষ্ঠিত হবে। ক্লোজড ক্যাম্পের শেষ দিন অনুষ্ঠিত লিখিত পরীক্ষা থেকে প্রথম ৫ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই ৫ জন প্রতিযোগী আগামী ২০ থেকে ২৭ সেপ্টেম্বর রাশিয়ায় হতে যাওয়া ওপেন ওয়ার্ল্ড অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। এছাড়াও ২৯তম আন্তর্জাতিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াড ও এশিয়ান-প্যাসিফিক অ্যাস্ট্রোনমি অলিম্পিয়াডের আসরেও তারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ পাবে।

আরও পড়ুনঃ  রাজশাহীতে নিজ বাড়িতে সন্ত্রাসী হামলায় গুরুতর আহত শ্রমিকদল নেতা সুমন

গত বছরের মত এবারের অলিম্পিয়াডেও টাইটেল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে এপেক্স। সে কারণে এই আয়োজনটির নাম ‘এপেক্স অ্যাস্ট্রো-অলিম্পিয়াড’। এবারের আয়োজনে সহযোগিতা করেছে গারডিয়ান লাইফ ইন্সুরেন্স লিমিটেড, পাইওনিয়ার ইন্সুরেন্স কোম্পানী লিমিটেড, মিউচুয়াল ট্রাষ্ট ব্যাংক, এডিএন টেলিকম, কেদারপুর টি স্টেট ও ওয়াচেস ওয়ার্ল্ড।

সংবাদ সম্মেলনে প্রধান অতিথি ছিলেন নর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক মো. আনসার উদ্দীন। এছাড়াও উপস্থিত ছিলেন ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান নুজহাত নাওয়ার।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।