
সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ুন কবির ও জেলা প্রশাসক (ডিসি) শামীম আহমেদ’র সঙ্গে রাজশাহী প্রেসক্লাবের নবগঠিত আহ্ববায়ক কমিটির নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৭ আগস্ট) বিকালে বিভাগীয় কমিশনার ও ডিসির কার্যালয়ে পৃথক এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় রাজশাহী প্রেসক্লাবের আহ্ববায়ক কমিটিকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে প্রেসক্লাবকে সর্বোচ্চ সহযোগিতার আশ্বাস প্রদান করে বিভাগীয় কমিশনার বলেন, ‘আপনার প্রেসক্লাবে কী কী করতে চান তার একটি রোডম্যাপ ও কর্মপরিকল্পনা তৈরী করুন। সেই আলোকে কী কী সংস্কার ও চ্যালেঞ্জ রয়েছে সেগুলো আগে চিহ্নিত করে তা নিয়ে কাজ শুরু করুন। এক্ষেত্রে যত ধরনের সাপোর্ট লাগবে সেগুলো আমরা দিতে পারবো।’ এদিকে জেলা প্রশাসক শামীম আহমেদ প্রেসক্লাবের নগবঠিত আহ্বায়ক কমিটিকে অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা প্রেসক্লাবকে মডেল প্রেসক্লাব হিসেবে গড়ে...
Developed by BDITHOST