
স্টাফ রিপোর্টার : বৈষম্য বিলোপ আইন প্রণয়নসহ আবাসন এবং সরকারি পরিষেবায় দলিত জনগোষ্ঠীর অভিমগ্যতা বৃদ্ধির দাবীতে ‘রাজশাহী বিভাগীয় দলিত সম্মেলন-২০২৫’ মঙ্গলবার (১৮ নভেম্বর) বেলা ১০.৩০ টায় রাজশাহীর গ্রেটার রোডস্থ শাহ্ ডাইন কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ দলিত ও বঞ্চিত জনগোষ্ঠী অধিকার আন্দোলন (বিডিইআরএম) ও নাগরিক উদ্যোগ আয়োজিত এ সম্মেলনে সভাপতিত্ব করেন বিডিইআরএম- কেন্দ্রীয় কমিটির সভাপতি উত্তম কুমার ভক্ত। বিডিইআরএম-কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শিপন কুমার রবিদাস এর সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মহিলা বিষয়ক অধিদপ্তর-রাজশাহী এর উপপরিচালক শবনম শিরিন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ড. মোহাম্মদ আমিরুল ইসলাম (কনক), যুব উন্নয়ন অধিদপ্তর-রাজশাহী এর সহকারী পরিচালক মোঃ আশিকুর রহমান, রাজশাহী বিভাগীয় ক্ষুদ্র নৃগোষ্ঠীর কালচারাল একাডেমী’র পরিচালক হরেন্দ্রনাথ সিং, সমাজসেবা অধিদপ্তর-রাজশাহীর অধীন সেইফ হোম এর ডেপুটি সুপারিনটেনডেন্ট কাজী ফাহিমা মুন্নি, রাজশাহী সিটি...
Developed by BDITHOST