স্টাফ রিপোর্টার : নগরীর কালেক্টরেট মাঠে রাজশাহী বিভাগীয় প্রশাসনের সার্বিক ব্যবস্থাপনায় ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় জাতীয় গ্রন্থকেন্দ্র আয়োজিত আট দিনব্যাপী রাজশাহী বিভাগীয় বইমেলা-২০২৪ এর শেষদিনে আজ বুধবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার বলেন, এখন বিভিন্ন প্রকাশনী সংস্থা গড়ে উঠেছে যারা বইয়ের বাণিজ্যিকীকরণের দিকেও গুরুত্ব দিচ্ছে। বইমেলায় বাণিজ্যিকভাবে বই ক্রয় ও বিক্রয়ের মাধ্যমে প্রকাশনীগুলো তা করতে পারছে। সেটাও একটি প্রয়োজনীয় দিক। বইমেলায় দর্শণার্থীরা শুধু যে বই কিনছেন তা নয় বিভিন্ন স্টলে বইগুলো দেখেও তারা উপকৃত হচ্ছেন। কোন বইটার কী নাম, পৃষ্টা উল্টিয়ে দুই এক পৃষ্টা পড়াও হয়ে যাচ্ছে। বইমেলায় বিভিন্ন সেক্টরের জ্ঞানীগুনী মানুষের সমাবেশ ঘটেছে উল্লেখ করে তিনি বলেন,...
Developed by BDITHOST