স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৩০২টি হাটে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রস্তুতকৃত কোরবানির পশু বেচা-কেনা হবে মর্মে জানিয়েছে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর। এসব হাটের মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট।
প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, হাটগুলো মেডিকেল টিম দ্বারা তত্ত্বাবধান করা হবে। বিভাগের প্রতিটি জেলায় পশু ক্রয়-বিক্রয়ের জন্য স্থায়ী ও অস্থায়ী হাটসমূহে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও গাভীর গর্ভ পরীক্ষা করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে দপ্তরটি।
উল্লেখ্য যে, এবছর এ বিভাগে প্রায় ৪৩ লক্ষ ৪৪ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত কৃষক ও খামারীরা।-খবর বিজ্ঞপ্তি
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।