নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৯:১০। ১৫ মে, ২০২৫।

রাজশাহী বিভাগের ৩০২টি হাটে বেচা-কেনা হবে কোরবানির পশু

মে ১৫, ২০২৫ ৬:১০ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগের ৩০২টি হাটে আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে প্রস্তুতকৃত কোরবানির পশু বেচা-কেনা হবে মর্মে জানিয়েছে বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর। এসব হাটের মধ্যে ১৬১টি স্থায়ী এবং ১৪১টি অস্থায়ী হাট।

আরও পড়ুনঃ  প্রযুক্তি ও উদ্ভাবনীতে স্বাচ্ছন্দ্যময় হজ

প্রাণিসম্পদ দপ্তরের তথ্য মতে, হাটগুলো মেডিকেল টিম দ্বারা তত্ত্বাবধান করা হবে। বিভাগের প্রতিটি জেলায় পশু ক্রয়-বিক্রয়ের জন্য স্থায়ী ও অস্থায়ী হাটসমূহে স্বাস্থ্য ব্যবস্থাপনা নিশ্চিত করতে ও গাভীর গর্ভ পরীক্ষা করতে ২১৩টি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে বলে নিশ্চিত করেছে দপ্তরটি।

আরও পড়ুনঃ  নগরীতে বিশেষ অভিযানে ২ জনসহ অন্যান্য অভিযোগে গ্রেপ্তার ২৩ জন

উল্লেখ্য যে, এবছর এ বিভাগে প্রায় ৪৩ লক্ষ ৪৪ হাজার কোরবানিযোগ্য পশু প্রস্তুত কৃষক ও খামারীরা।-খবর বিজ্ঞপ্তি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।