
স্টাফ রিপোর্টার : আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। রাজশাহী বিভাগের ৩৯টি আসনের মধ্যে ৩৪টি আসনে প্রার্থী ঘোষণা করা হয়েছে। পাঁচটি আসন বাকি রাখা হয়েছে। সোমবার (৩ নভেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, যেসব আসনে প্রার্থী দেওয়া হয়নি, সেগুলো পরে ঘোষণা করা হবে। এর বাইরে কিছু আসন শরিকদের ছাড়া হবে। রাজশাহীতে মনোনয়ন পেয়েছেন- রাজশাহী-১ মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিন, রাজশাহী-২ মিজানুর রহমান মিনু, রাজশাহী-৩ অ্যাড. শফিকুল হক মিলন, রাজশাহী-৪ ডিএম জিয়াউর রহমান, রাজশাহী-৫ নজরুল ইসলাম, রাজশাহী-৬ আবু সাঈদ চাঁদ। চাঁপাইনবাবগঞ্জে মনোনয়ন পেয়েছেন- চাঁপাইনবাবগঞ্জ-১ আসনে সাহাজান মিঞা, চাঁপাইনবাবগঞ্জ-২ আমিনুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-৩ হারুনুর রশিদ। নওগাঁ থেকে মনোনয়ন পেয়েছেন- নওগাঁ-১...
Developed by BDITHOST