
স্টাফ রিপোর্টার: কোরবানিযোগ্য গবাদিপশু উৎপাদনে রাজশাহী বিভাগ এ বছর দেশসেরা। দ্বিতীয় স্থানে আছে চট্টগ্রাম বিভাগ। তবে রাজশাহীর চেয়ে চট্টগ্রাম বিভাগের উৎপাদন প্রায় ২৫ লাখ কম। রাজশাহী বিভাগে গবাদিপশু উৎপাদনের এই বিপ্লব ঘটিয়েছেন একদল শিক্ষিত যুবক। তাঁদের অনেকেই ভালোবাসা থেকে পশুপালনে উৎসাহিত হয়েছেন। অনেকেই বিদেশ থেকে এসে এই পশুপালন শুরু করেছেন। এখন তাঁদের সাফল্য দেশজোড়া। রাজশাহী বিভাগে ১ লাখ ৬৭ হাজার ২৭৩ জন খামারি পশুপালনে এ অবদান রাখছেন। রাজশাহী বিভাগের মধ্যে সিরাজগঞ্জ পশুসম্পদের রাজধানী বলা হলেও এবার বগুড়ায় কোরবানিযোগ্য পশুর প্রাপ্যতা বিভাগের মধ্যে সবচেয়ে বেশি। দ্বিতীয় অবস্থানে আছে নওগাঁ ও তৃতীয় স্থানে রয়েছে রাজশাহী। প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের ১৪ জুনের তথ্যমতে, দেশে কোরবানিযোগ্য গবাদিপশু আছে ১ কোটি ২৫ লাখ ৩৬ হাজার ৩৩৩টি, যা গত বছরের চেয়ে ৪ লাখ ১১ হাজার ৯৪৪টি বেশি। এর...
Developed by BDITHOST