
স্টাফ রিপোর্টার : ‘জুলাই-আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থান’ বার্ষিকী উপলক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিজয় শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) সকাল সাড়ে ১০টায় বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বর থেকে র্যালিটি শুরু হয়ে বিনোদপুর হয়ে তালাইমারি মোড়ে গিয়ে শেষ হয়। র্যালির আগে সকাল থেকেই বিভিন্ন আবাসিক হলের শিক্ষার্থীরা নিজেদের ব্যানার ও ফেস্টুনসহ ছোট ছোট র্যালি নিয়ে জোহা চত্বরে জমায়েত হন। পরে একত্রিতভাবে বের হয় প্রধান বিজয় র্যালিটি। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “এক বছর আগে যে আনন্দ ও উদ্দীপনা সৃষ্টি হয়েছিল, তা একটি নতুন সম্ভাবনার জন্ম দিয়েছিল। এখন আমাদের হিসাব করে দেখা উচিত, সেই সম্ভাবনার পথে আমরা কতটা এগিয়েছি।” তিনি আরও বলেন, “আজকের এই র্যালি যে ঐক্য তৈরি করেছে, তা ধরে রাখাই আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দল-মত নির্বিশেষে সবাইকে এই ঐক্য রক্ষা...
Developed by BDITHOST