
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগে স্নাতক (সম্মান) ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ১ম বর্ষে ভর্তি প্রক্রিয়ার কাগজপত্রে জাল-জালিয়াতির অভিযোগে মূলহোতা রাইসুলকে গ্রেপ্তার করেছে মতিহার থানা পুলিশ। গ্রেপ্তারকৃত মো: রাইসুল ইসলাম রাহি নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার পুটিমারী গ্রামের নুর মোহাম্মদ রাজ্জাক ওরফে মো: আহাম্মাদ খন্দকারের ছেলে। বর্তমানে সে দিনাজপুর জেলার পার্বতীপুর থানার বাবুপাড়ার বাসিন্দা। ঘটনাসূত্রে জানা যায়, মো: আব্দুল্লাহ আল ইমরান ও তার বান্ধবী ২০২৫ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করে অকৃতকার্য হয়। পরবর্তীতে তারা ১৭ জুলাই বিশেষ কোটায় ভর্তির লক্ষ্যে ফার্মেসী বিভাগে ভর্তি সংক্রান্ত কাগজপত্র জমা দেয়। ফার্মেসী বিভাগের ভারপ্রাপ্ত সভাপতি কাগজপত্রের স্বাক্ষর জাল সন্দেহ হলে ইমরানকে ২০ জুলাই পুনরায় আসতে বলেন। সে সময়ে ফার্মেসী বিভাগের সভাপতি প্রফেসর ড. মোসা: শাহনাজ পারভীন ছুটিতে ছিলেন। ইমরান একাই ২০ জুলাই...
Developed by BDITHOST