
সময়ের কথা ডেস্ক: আগামী ২৫ জানুয়ারি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসবে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন।’ ওইদিন বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের হল সমাপনী অনুষ্ঠানে সংগীত পরিবেশন করবে ব্যান্ডটি। শুক্রবার (১৯ জানুয়ারি) হল সমাপনী আয়োজন কমিটির সাংস্কৃতিক উপকমিটির আহ্বায়ক এবং তাপসী রাবেয়া হলের প্রাধ্যক্ষ ড. জুয়েলি বিশ্বাস তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি বলেন, হল সমাপনী অনুষ্ঠানের সাংস্কৃতিক আয়োজনের মধ্যে ব্যান্ড সংগীত থাকবে। আর কয়েকটি উদ্বোধনী নৃত্য থাকতে পারে। এরপরই ব্যান্ড সংগীত পরিবেশন শুরু হবে। এরকমই ধারণা রাখা হয়েছে। ব্যান্ড সংগীত পরিবেশনের জন্য শিরোনামহীন ব্যান্ড আসবে। তাদের সাথে আমাদের কথা হয়েছে। অনুষ্ঠানের সময়সূচি এবং ভেন্যুর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সময়সূচিটা এখনো নির্দিষ্টভাবে নির্ধারণ করা হয়নি। তবে, ভেন্যু হবে আমাদের কাজী নজরুল ইসলাম অডিটোরিয়াম। সাধারণ শিক্ষার্থীরা শ্রোতা হিসেবে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে কিনা এবং পারলে স্থানসংকুলান...
Developed by BDITHOST