
স্টাফ রিপোর্টার : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) সব ধরনের নিয়োগে স্থগিতাদেশ প্রত্যাহার করেছে শিক্ষা মন্ত্রণালয়। ফলে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী নিয়োগে আর কোনো বাধা নেই। বৃহস্পতিবার (২৭ জুন) দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিশ্ববিদ্যালয় অধিশাখা-২ এর যুগ্মসচিব মো. পারভেজ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম সমুন্নত রাখার স্বার্থে ২০২০ সালের ১০ ডিসেম্বর জারি করা নিয়োগ স্থগিতাদেশ প্রত্যাহার করে সংশ্লিষ্ট বিধিবিধান ও নীতিমালা অনুসরণ করে সুষ্ঠুভাবে সব নিয়োগ কার্যক্রম পরিচালনা করার জন্য অনুমতি দেওয়া হলো। ২০২৩ সালের দুটি স্বারক নম্বরের মাধ্যমে এ তথ্য জানানো হয়। যেখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় স্মারক- র-৫১৮/৮৯৪(৩)। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের স্মারক নং-৩৭,০০,০০০০, ০৭৯, ০৮, ০৫১,১০,৪২৬। এর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক...
Developed by BDITHOST