
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় (এসএসসি) এবার পাশের হার ৮৭ দশমিক ৮৯ শতাংশ। পাশের হার গত বছরের চেয়ে বাড়লেও ধস নেমেছে জিপিএ- ৫ প্রাপ্ত পরিক্ষার্থীর সংখ্যায়। শিক্ষা বোর্ড থেকে শুক্রবার সকালে এসএসসি পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এতে দেখা যায়, রাজশাহী শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় এবার ২ লাখ ৬ হাজার ৩০৩ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিলো। এদের মধ্যে পাশ করেছে ১ লাখ ৭৮ হাজার ৯৫৯ জন। এরমধ্যে জিপিএ -৫ পেয়েছে ২৬ হাজার ৮৭৭ জন, যা গতবছর ছিলো ৪২ হাজার ৬১৭ জন। বছরের ব্যবধানে ১৫ হাজার ৭৪০ জন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা কমেছে। এবার ১৪ হাজার ৭১৩ জন ছাত্রী এবং ১২ হাজার ১৬৪ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে। এছাড়া রাজশাহী বোর্ডে ছাত্রের পাশের হার ৮৫ দশমিক ৮৫ শতাংশ এবং ছাত্রীর...
Developed by BDITHOST