সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর সাবেক আমীর প্রয়াত আতাউর রহমানের ছোট ছেলে ইনান মুস্তাহিদ সাকিব আজ ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ও নিহতের আত্মার মাগফিরাত কামনা করে যৌথ বিবৃতি দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও রাজশাহী মহানগরীর আমীর ড. মাওলানা কেরামত আলী এবং সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডল।
মরহুমের জানাজার নামাজ আগামীকাল বৃহষ্পতিবার ২.১৫ মিনিটে তেরখাদিয়া স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত হইবে।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, নিহতের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তাঁর পরিবারের সদস্যদের ধৈর্যধারন করার তৌফিক দান করুন। আল্লাহ তাঁর সকল ভালো কাজগুলো কবুল করে নিন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।

