নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। রাত ৪:০৯। ২৪ জুলাই, ২০২৫।


Girl in a jacket

রাজশাহী মহানগর জামায়াতের উদ্যোগে দোয়া মাহিফল 

জুলাই ২৩, ২০২৫ ৭:২২
Link Copied!

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।

আরও পড়ুনঃ  ডাকসু ও হল সংসদ নির্বাচন ২০২৫ : তফসিল ঘোষণা ২৯ জুলাই, নির্বাচন সেপ্টেম্বরে

অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আইবিডব্লিএফ এর সভাপতি অধ্যাপক সরোয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট।

আরও পড়ুনঃ  রাজশাহীতে পুলিশের অভিযানে ৩০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১

দোয়া মাহফিলে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম। এসময় তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।