স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর উদ্যোগে মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনায় দোয়া মাহিফল অনুষ্ঠিত হয়েছে। বুধবার বাদ আসর জামায়াতে ইসলামীর রাজশাহী মহানগরী অফিসে এই দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগরী জামায়াতের নায়েবে আমীর এ্যাড. আবু মুহাম্মদ সেলিমের সভাপতিত্বে ও সেক্রেটারি ইমাজ উদ্দিন মন্ডলের এর সঞ্চালনায় দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে আলোচনা পেশ করেন মহানগরীর নায়েবে আমীর ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য প্রার্থী ডা: মোহাম্মদ জাহাঙ্গীর।
অনুষ্ঠানে অন্যান্য অতিথিদের মাঝে উপস্থিত ছিলেন, জামায়াত ইসলামী রাজশাহী মহানগরীর কর্মপরিষদ সদস্য ও আইবিডব্লিএফ এর সভাপতি অধ্যাপক সরোয়ার জাহান প্রিন্স, অফিস সম্পাদক তৌহিদুর রহমান সুইট।
দোয়া মাহফিলে পবিত্র কুরআনুল কারিম থেকে তেলওয়াত করেন মাওলানা আরিফুল ইসলাম। এসময় তিনি মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থ্যতা কামনা করে দোয়া পরিচালনা করেন।