নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বৃহস্পতিবার। সন্ধ্যা ৭:৩৭। ২৯ মে, ২০২৫।

রাজশাহী মহানগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন

মে ২৬, ২০২৫ ২:৩৯
Link Copied!

স্টাফ রিপোর্টার : দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না। এমন অভিযোগ তুলে রাজশাহীর জিরোপয়েন্টে নগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।

সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন দলটির ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগ, বর্তমান নগর কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের, বাদ পড়েছেন দলের প্রকৃত নিবেদিত কর্মীরা।

আরও পড়ুনঃ  পাকিস্তান পৌঁছেছে বাংলাদেশের দ্বিতীয় বহরের ক্রিকেটাররাও

মানববন্ধনে বক্তারা বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।

আরও পড়ুনঃ  ইউক্রেনের ২৯৬টি ড্রোন ভূপাতিত করার দাবি রাশিয়ার

উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি, রোখসানা বেগম টুকটুকি সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী বিভাগ। আবুল কালাম আজাদ সুইট সাবেক সভাপতি, রাজশাহী মহানগর যুবদল। রবিউল আলম মিলু, সাবেক সাধারণ সম্পাদক, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি। আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক, শাহ মখদুম থানা বিএনপি। মোঃ আনসার আলী আনসার, সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।

আরও পড়ুনঃ  জাতীয় নিরাপত্তা বিঘ্নিত হয় এমন কাজে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না : কর্নেল শফিকুল

নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে, তৃণমূলের সন্তুষ্টি নিশ্চিত করা না গেলে রাজশাহীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা আরও বাড়বে—এমন মত বিশ্লেষকদের।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।