স্টাফ রিপোর্টার : দিনের বেলায় বিএনপি, আর রাতের আঁধারে আওয়ামী লীগ—এমন নেতারা বিএনপির নেতৃত্ব দিতে পারে না। এমন অভিযোগ তুলে রাজশাহীর জিরোপয়েন্টে নগর বিএনপি পুনর্গঠনের দাবিতে মানববন্ধন করেছেন দলের একাংশের নেতা-কর্মীরা।
সোমবার সকাল ১১টায় এ কর্মসূচি পালন করেন দলটির ত্যাগী নেতাকর্মীরা। অভিযোগ, বর্তমান নগর কমিটিতে সুযোগ দেওয়া হয়েছে আওয়ামী লীগ ঘনিষ্ঠ ব্যক্তিদের, বাদ পড়েছেন দলের প্রকৃত নিবেদিত কর্মীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, যারা সাবেক মেয়র লিটনের ছত্রছায়ায় রাজনীতি করেছেন, তাদের দিয়ে বিএনপি পুনর্গঠন সম্ভব নয়। তারা অবিলম্বে বর্তমান কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবি জানান।
উক্ত মানববন্ধনে উপস্থিত ছিলেন সাইদুর রহমান পিন্টু, সাবেক সভাপতি, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি, রোখসানা বেগম টুকটুকি সাংগঠনিক সম্পাদক, জাতীয়তাবাদী মহিলা দল রাজশাহী বিভাগ। আবুল কালাম আজাদ সুইট সাবেক সভাপতি, রাজশাহী মহানগর যুবদল। রবিউল আলম মিলু, সাবেক সাধারণ সম্পাদক, বোয়ালিয়া থানা (পূর্ব) বিএনপি। আব্দুল মতিন, সাবেক সাধারণ সম্পাদক, শাহ মখদুম থানা বিএনপি। মোঃ আনসার আলী আনসার, সাবেক সভাপতি, মতিহার থানা বিএনপিসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
নেতৃত্ব নিয়ে দ্বন্দ্ব মিটিয়ে, তৃণমূলের সন্তুষ্টি নিশ্চিত করা না গেলে রাজশাহীতে বিএনপির সাংগঠনিক দুর্বলতা আরও বাড়বে—এমন মত বিশ্লেষকদের।