
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্যাপন করা হয়েছে। রাজশাহী সরকারি মহিলা কলেজের উদ্যোগে এবং অর্থনীতি বিভাগের আয়োজনে “মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উদ্্যাপন করা হয়। দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল ১০ টায় এক বর্ণাঢ্য র্যালি সুবর্ণজয়ন্তী চত্ব¡র হতে কলেজ প্রদক্ষিণ করে শহীদ মিনার চত্ব¡র হয়ে কলেজ মিলনায়তনে এসে শেষ হয়। পরবর্তীতে মিলনায়তনে এক আলোচনা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা। সমন্বয়ক হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষক পরিষদের সম্পাদকতোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন অর্থনীতি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর সারওয়ার জাহান। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন অর্থনীতি বিভাগের অধ্যাপক শামসুজ্জোহা।...
Developed by BDITHOST