
স্টাফ রিপোর্টার : “দ্বন্দ্বের ছন্দে বাজাই মুক্তির মাদল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহী মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত হলো ‘বিতর্ক প্রতিযোগিতা ২০২৫’। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ইনস্টিটিউটের অডিটোরিয়ামে শুরু হয় দিনব্যাপী এ প্রতিযোগিতা। বিতর্কের বিষয় ছিল— ‘দুর্নীতি একটি দেশের উন্নয়নে প্রধান অন্তরায়।’ প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ এবং বিপক্ষে অংশ নেয় কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগ। চূড়ান্ত পর্বে তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর বিজয়ী হয় আর্কিটেকচার টেকনোলজি বিভাগ। অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) টুকটুক তালুকদার বিজয়ী ও অংশগ্রহণকারী দলের সদস্যদের হাতে সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ইনস্টিটিউটের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রকৌশলী মোহাম্মদ মুক্তার হোসেন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “তথ্যপ্রযুক্তির এই যুগে বিতর্ক প্রতিযোগিতার চর্চা ক্রমেই হারিয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা মোবাইল ব্যবহারে আসক্ত হয়ে পড়ছে। তাই প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্কের...
Developed by BDITHOST