
স্টাফ রিপোর্টার : দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত হয়। বৃহস্পতিবার (২০ জুলাই) সকাল সাড়ে দশটায় এ উপলক্ষ্যে নগরীর ভেড়িপাড়া মোড় হতে এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে পুলিশ লাইন্সে এসে শেষ হয়। বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন, বিপিএম (বার), পিপিএম র্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এর আগে আইজিপি বেলুন-ফেস্টুন ও কবুতর অবমুক্ত করার মাধ্যমে ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় আরএমপি’র পুলিশ কমিশনার মো: আনিসুর রহমান, বিপিএম (বার), পিপিএম (বার) উপস্থিত ছিলেন। পরে সকাল এগারোটায় আরএমপি কমিশনারের সভাপতিত্বে রাজশাহী জেলা পুলিশ লাইন্স ড্রিলশেডে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে আইজিপি আরএমপি’র প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেক কাটেন এবং ‘নবচেতনায় আরএমপি’ স্মরণিকার মোড়ক উম্মোচন করেন। এরপর তিনি আরএমপি’র উদ্যোগে তৈরিকৃত বিজ্ঞ আদালতে সাক্ষী...
Developed by BDITHOST