
স্টাফ রিপোর্টার : সারাদেশের মতো রাজশাহীতেও ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব পবিত্র ঈদ-উল-আযহা।৭ জুন, শনিবার সকাল ৮:০০ টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ লাইন্স ড্রিল সেডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। উক্ত জামাতে উপস্থিত থেকে নামাজ আদায় করেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তার পাশাপাশি রাজশাহী মেট্রোপলিটন পুলিশ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্য এবং বিপুলসংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি জামাতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় এক বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর ঐক্য, জাতীয় অগ্রগতি, আইনশৃঙ্খলার উন্নয়ন এবং শান্তিপূর্ণ সহাবস্থানের জন্য দোয়া করা হয়। ঈদের জামাত শেষে মুসল্লিরা একে অপরের সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন, যা ঈদের আনন্দকে আরও গভীর...
Developed by BDITHOST