
প্রেস বিজ্ঞপ্তি : রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে নগরীর নাননিকং দরবার হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী রেশম উন্নয়ন বোর্ডের সচিব (প্রশাসন ও সম্প্রসারণ) এমদাদুল বারী, বিসিক আঞ্চলিক পরিচালক মো. রেজাউল আলম সরকার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী। অনুষ্ঠানে ধন্যবাদ বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম মালিক শিল্প সমিতির সাধারণ সম্পাদক মো. আব্দুল কাদের মুন্না। বক্তব্য রাখেন বাংলাদেশ রেশম মালিক শিল্প সমিতির সহসভাপতি মো. সাজ্জাদ আলী ও নাজমুল হক নান্টু। অনুষ্ঠান পরিচালনা করেন মোসা. নিলুফার ইয়াসমিন ও আঞ্জুমান আরা পারভীন লিপি। নবনির্বাচিত কমিটির পরিচিতি, ক্ষমতা হস্তান্তর...
Developed by BDITHOST