স্টাফ রিপোর্টার : রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া শাখার উদ্যোগে কারাতে টিমের বেল্ট পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা গ্রহণ করেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের তালিকাভুক্ত কোচ, জাতীয় কারাতে রেফারি ও রাজশাহী শিক্ষা বোর্ডের ক্রীড়া কোচ শেখ মাহমুদুন নবী তুষার (ব্ল্যাক বেল্ট ৪র্থ ড্যান, বিকেএফ রেজি নং-২৭০)। এ সময় তাকে সহযোগিতা করেন তন্ময় ঘোষ সুজন, মো. আসতাক আহাদ খান রোমেল, মো. ফরিদ হোসেন, মোসা. ফাতেমা, মো. রুবেল খান ও মো. শাহিনুরুল ইসলাম শাহিন।
বেল্ট পরীক্ষায় রাজশাহী শিক্ষা বোর্ডের কারাতে টিমের ২৫ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে এবং বিভিন্ন ক্যাটাগরিতে উত্তীর্ণ হয়। এর মধ্যে কারাতে শিক্ষার্থী মো. রুবেল খান ও নুর মোহাম্মদ সাদ সাংগঠনিক ব্ল্যাক বেল্ট অর্জন করেন। একজন শিক্ষার্থী ব্রাউন বেল্ট (১ম কিউ) লাভ করেন।
পরবর্তীতে বেল্ট ও সনদপত্র বিতরণ করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আ ন ম মোফাখখারুল ইসলাম এবং সচিব প্রফেসর ড. শামীম আরা চৌধুরী। তারা খেলোয়াড়দের হাতে বেল্ট ও সনদপত্র তুলে দেন এবং তাদের বরণ করে নেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী শিক্ষা বোর্ডের উপপরিচালক (হিসাব ও নিরীক্ষা) মো. ইব্রাহিম হোসেন, উপসচিব (প্রশাসন) মো. ওয়ালিদ হোসেন, উপপরীক্ষা নিয়ন্ত্রক (সনদ ও রেকর্ড) মো. মুঞ্জুর রহমান খান, উপসচিব (ভান্ডার) মোহা. দুরুল হোদা, উপকলেজ পরিদর্শক লিটন সরকার, ক্রীড়া অফিসার (চলতি দায়িত্ব) ও আইন কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. খোরশেদ আলম, তথ্য ও গণসংযোগ কর্মকর্তা সুলতানা শামীমা আক্তার এবং একান্ত সচিব ও সহকারী ক্রীড়া অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো. হাসান আলী।