স্টাফ রিপোর্টার : রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের মৃত দুই সদস্যের পরিবারের মাঝে মরনোত্তর সহায়তার চেক বিতরণ করা হয়েছে। রোববার দুপুরে নগরীর শিরোইলে সংগঠনের কার্যালয়ে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে মৃত সদস্য বাদল ঘোষ ও শহিদুল ইসলামের পরিবারকে দুই লাখ টাকার করে চেক দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপ-পুলিশ কমিশনার নূর আলম সিদ্দিকী। তিনি বাস মালিক ও শ্রমিকদের ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানান। সভাপতিত্ব করেন রাজশাহী সড়ক পরিবহন গ্রুপের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম হেলাল। তিনি অনুষ্ঠানে ঘোষণা দেন, আগামী বছর থেকে মরনোত্তর সহায়তা দেওয়া হবে চার লাখ টাকা করে। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন রাজশাহী নগর বিএনপির সাবেক সদস্য সচিব মামুনুর রশিদ ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) মাছুমা মুস্তারী। এ সময় রাজশাহী...
Developed by BDITHOST