স্টাফ রিপোর্টার: রাজশাহী সরকারি মহিলা কলেজে সপ্তাহব্যাপি “বৃক্ষ রোপন কর্মসূচি উদ্্যাপন” কর্মসূচি শুরু হয়েছে। বুধবার সকালে এ কর্মসূচির উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এডুকেশন ক্যাডার্স কাউন্সিলের সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা এবং বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ, কর্মচারি এবং ছাত্রীরা। সপ্তাহব্যাপি কর্মসূচির প্রথম দিনে কলেজ প্রাঙ্গনের বিভিন্ন স্থানে আতা, কামরাঙ্গা, জলপাই, কদবেল, এরিকাপাম, আমড়া, লেবু এবং উইপিং দেবদারুসহ নানা প্রজাতির বৃক্ষ রোপন করা হয়।
অধ্যক্ষ অনুষ্ঠানে উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে ও পরিবেশ সংরক্ষণে এই বৃক্ষরোপন কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।