
সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সরকারি মহিলা কলেজ, রাজশাহী-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় ২৫ মার্চ গণহত্যা দিবস-২০২৪ পালন করা হয়। এ উপলক্ষে সোমবার (২৫ মার্চ) সকাল ১০টায় কলেজের শহিদ মিনারে শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। এরপর কলেজ প্রাঙ্গনে শেখ রাসেল দেয়ালিকা উন্মোচন করা হয়। সকাল ১০:৫০ মিনিটে গণহত্যা দিবসের প্রামাণ্যচিত্র প্রদর্শনের মাধ্যমে শুরু হয়ে পর্যায়ক্রমে গণহত্যা দিবসের তাৎপর্য সম্পর্কিত আলোচনা সভা এবং শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দো’আ মাহফিল অনুষ্ঠিত হয়। রাজশাহী সরকারি মহিলা কলেজে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. জুবাইদা আয়েশা সিদ্দীকা। আরও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ প্রফেসর ড. নাজনীন সুলতানা, বিসিএস এডুকেশন ক্যাডার্স কাউন্সিল-এর সম্পাদক তোফাজ্জল হোসেন মোল্লা। অনুষ্ঠানে কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারি এবং বিএনসিসি, রোভার, রেঞ্জারের শিক্ষার্থীবৃন্দ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে বক্তা হিসেবে আলোচনা উপস্থাপন করেন বিভিন্ন...
Developed by BDITHOST