
স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী সীমান্ত থেকে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি ইঞ্জিনচালিত কাঠের নৌকা আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবি সূত্রে জানা গেছে, শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে এগারোটার দিকে রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি)-এর অধীনস্থ তালাইমারী বিওপি’র একটি বিশেষ টহল দল অভিযান পরিচালনা করে। টহল দলটি সীমান্ত পিলার ৬৯/৫-এস থেকে প্রায় ৩ কিলোমিটার ভেতরে, কাটাখালী থানার মিডিলচর এলাকায় অভিযান চালিয়ে মালিকবিহীন একটি কাঠের নৌকা আটক করে। নৌকাটিতে তল্লাশি চালিয়ে ৩ হাজার ৫০০ পিস ভারতীয় নেশা জাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট পাওয়া যায়। আটককৃত ট্যাবলেট ও নৌকা পরে আইনানুগ প্রক্রিয়ায় কাটাখালী থানায় জমা করা হয়েছে।
Developed by BDITHOST