
স্টাফ রিপোর্টার : রাজশাহীর কাটাখালী সীমান্ত হতে ভারতীয় মদ আটক করেছে রাজশাহী ব্যাটালিয়ন-১ বিজিবি। শনিবার ৮ নভেম্বর রাত্রি আনুমানিক সারে এগারটায় রাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ খিদিরপুর বিওপি‘র দায়িত্বপূর্ণ এলাকায় বিজিবির নিয়মিত একটি টহল দল সীমান্ত পিলার ১৫৮/২-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজশাহী জেলার কাটাখালী থানাধীন পশ্চিম বাতান নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকবিহীন ০১টি প্লাষ্টিকের বস্তায় ২৯ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানান ব্যাটালিয়ন (১ বিজিবি)। আটককৃত মাদকদ্রব্য কাটাখালী থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
Developed by BDITHOST