স্টাফ রিপোর্টার : রাজশাহী সীমান্তে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে ব্যাটালিয়ন (১ বিজিবি)।
সংবাদ বিজ্ঞপ্তিতে ব্যাটালিয়ন (১ বিজিবি) জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) আনুমানিক ভোর ৪:৩০ মিনিটে রাাজশাহী ব্যাটালিয়ন (১ বিজিবি) এর অধীনস্থ চারঘাট বিকল্প বিওপি’র দায়িত্বপূর্ণ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি’র আভিযানিক দল চারঘাট মডেল থানাধীন গোপালপুর নামক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সিগারেটের প্যাকট হতে মালিকবিহীন অবস্থায় ৯৭ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট জব্দ করে।
জব্দকৃত ভারতীয় ইয়াবা ট্যাবলেট চারঘাট মডেল থানায় জমা দেয়ার কার্যক্রম প্রক্রিয়াধীন।
পালিয়ে যাওয়া মাদক ব্যবসায়ী শনাক্তকরণ এবং তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।
