নিবন্ধিত নিউজ পোর্টাল

ঢাকা বুধবার। রাত ১২:০৮। ১৪ মে, ২০২৫।

রাজশাহী সীমান্ত থেকে দুই কেজি হেরোইন উদ্ধার, গ্রেপ্তার ১

নভেম্বর ২৪, ২০২৩ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

স্টাফ রিপোর্টার: রাজশাহীর গোদাগাড়ী সীমান্তের এক বাড়ি থেকে দুই কেজি হেরোইন উদ্ধার করেছে র‍্যাব। এ সময় মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে বাড়ির মালিক আবদুল হালিম ওরফে ডালিমকে (২৫) গ্রেপ্তার করা হয়েছে। ভারতীয় সীমান্ত লাগোয়া চর আষাড়িয়াদহ ইউনিয়নের দিয়াড় মানিকচক গ্রামে তার বাড়ি।

আরও পড়ুনঃ  রাতভর নাটকীয়তার পর অবশেষে গ্রেফতার আইভী

শুক্রবার ভোররাতে র‍্যাব-৫ এর রাজশাহীর সিপিএসসি মোল্লাপাড়া ক্যাম্পের একটি দল তার বাড়িতে অভিযান চালায়। পরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র‍্যাব এ তথ্য জানিয়েছে। র‍্যাব জানায়, উদ্ধার করা হেরোইনের আনুমানিক মূল্য দুই কোটি টাকা। ভারত থেকে এই হেরোইন সংগ্রহ করে বাড়িতে রেখেছিলেন ডালিম। এ ব্যাপারে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কথা ২৪ লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন somoyerkotha24news@gmail.com ঠিকানায়।