
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিভাগীয় হিসাবরক্ষক ও নিয়ন্ত্রক অফিসের সম্মেলন কক্ষে জাতীয় শুদ্ধাচার কৌশল কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আওতায় শুদ্ধাচার প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে সহায়ক কার্যক্রমের অংশ হিসেবে সেবাগ্রহীতাদের অংশগ্রহণে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ জুন) বেলা এগারোটায় আয়োজিত এ অনুষ্ঠানে হিসাব মহানিয়ন্ত্রক নূরুল ইসলাম ঢাকাস্থ নিজ কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতা রাখেন। নূরুল ইসলাম বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুখী, সমৃদ্ধ ও স্মার্ট সোনার বাংলা গড়ার লক্ষ্যে নিরলস কাজ করে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বর্তমান সরকারের দক্ষ নেতৃত্ব ও নির্দেশনায় স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে বেতন-ভাতা, পেনশনসহ গুরুত্বপূর্ণ সেবা অটোমেশনের আওতায় আনা হয়েছে এবং অন্যান্য কার্যক্রমও অটোমেশনের আওতায় আনা হচ্ছে। হিসাব মহানিয়ন্ত্রক বলেন, পেনশনের জন্য আর দিনের পর দিন হয়রানির শিকার হতে হয় না। বেতন-ভাতাসহ অন্যান্য বিল...
Developed by BDITHOST