
স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রচারণার অংশ হিসেবে রাজশাহী-৫ (দুর্গাপুর–পুঠিয়া) আসনে জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী ও জেলা জামায়াতে ইসলামীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মুহাম্মদ নুরুজ্জামান লিটনের নেতৃত্বে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা করেছে জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় পুঠিয়ার বেলপুকুর আইডিয়াল ডিগ্রি কলেজ মাঠ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়। শোভাযাত্রায় বিপুল সংখ্যক নেতাকর্মী ও স্থানীয় সমর্থকরা অংশ নেন। বর্ণাঢ্য শোভাযাত্রাটি বেলপুকুর, বানেশ্বর, বিড়ালদহ, পুঠিয়া সদর, ঝলমলিয়া বাজাত, মিনি বিশ্বরোড, ধোপাপাড়া, কার্তিকপাড়া, তাহেরপুর, উজালখলসী, আলীপুর, শ্যামপুর, নওপাড়া, ইসবপুর, গোপালপুর, পুরান তাহেরপুর, মোহনগঞ্জ, কানপাড়া, কিশোরপুর, শালঘড়িয়া, দুর্গাপুর (রইপাড়া), পালিবাজার, বাঁশপুকুর, শিবপুর ও বানেশ্বর হয়ে ফের বেলপুকুর এলাকায় ফিরে। শোভাযাত্রা চলাকালীন পথসভায় জামায়াতে ইসলামীর দলীয় প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন ন্যায় ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠণে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট প্রার্থনা করেন ও সাধারণ...
Developed by BDITHOST