
এস এম আব্দুর রহমান, পুঠিয়া : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের জন্য বিএনপি অধ্যাপক নজরুল ইসলাম মন্ডলকে মনোনয়ন দিয়েছে। সোমবার (৩ নভেম্বর) গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই প্রার্থীর নাম ঘোষণা করেন। গত কয়েক মাস ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের ৩০০ আসনের জন্য অন্তত ৫টি জরিপ পরিচালনা করেন। এরপর সাংগঠনিক টিমের মতামত গ্রহণের মাধ্যমে সংকটপূর্ণ ক্ষেত্রে ব্যক্তিগতভাবে অথবা স্থায়ী কমিটির সদস্যদের মাধ্যমে সম্ভাব্য প্রার্থীদের সঙ্গে আলোচনা করে সমাধান করেন। সর্বশেষ, ২৬ ও ২৭ অক্টোবর বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ৩০০ আসনের সম্ভাব্য প্রার্থীদের নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়। উল্লেখযোগ্য, রাজশাহী-৫ (পুঠিয়া-দূর্গাপুর) আসনের বিএনপি প্রার্থীদের নির্বাচনী ইতিহাস অনুযায়ী, ১৯৯৬ ও ২০০১ সালের নির্বাচনে বিএনপির প্রয়াত নেতা...
Developed by BDITHOST