
বাঘা প্রতিনিধি: বাঘার সাহাপুর গ্রামের জিয়ারুল ইসলামের বাগানে ছিল প্রায় অর্ধশত আম গাছ। এর মধ্যে ২৫টি গত ২৭ জুলাই রাতে কেটে দেয় দুর্বৃত্তরা। এর আগে ২০ জুলাই আশরাফপুর গ্রামের আবদুল মান্নানের ১ হাজার ২০০ কলাগাছ কেটেছে। কারা এতে জড়িত, তারা জানতে পারেননি। আবদুল মান্নানের ভাষ্য, পলাশী ফতেপুর মাঠে জমি লিজ নিয়ে কলাগাছ লাগিয়েছিলেন। এ বিষয়ে থানায় অভিযোগ করলেও মামলা হয়নি। রাজশাহীর বাঘায় ২০০৭ সাল থেকে ১৬ বছরে রাতে এভাবে বিভিন্ন প্রজাতির অন্তত চার হাজার গাছ কেটে চাষিদের ক্ষতি করেছে দুর্বৃত্তরা। মামলায় কয়েকজন অভিযুক্ত গ্রেপ্তার হলেও অধিকাংশ ঘটনায় জড়িতরা শনাক্ত হয়নি। অনেক ঘটনায় ভয়ে অভিযোগ দেননি ভুক্তভোগী। সর্বশেষ গতকাল শুক্রবার হাবাসপুর মাঠে দিলীপ ও দুলালের ছয়টি আম গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। তাদের মামা চিত্তরঞ্জন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এ বিষয়ে থানায়...
Developed by BDITHOST