
এস এম আব্দুর রহমান, পুঠিয়া (রাজশাহী) : ২০১৩ সালের রানা প্লাজা ধসে প্রাণে বেঁচে গিয়েছিলেন রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঙালপাড়া গ্রামের ময়না বেগম। কিন্তু জীবন আজ আর বেঁচে থাকার মতো নয়। চরম অভাব, থেমে যাওয়া চিকিৎসা আর সমাজের অবহেলায় দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে মৃত্যুযন্ত্রণায় দিন কাটছে তারা। রাজশাহীর পুঠিয়া উপজেলার বাঙালপাড়া গ্রামের ময়না বেগম জীবনের সুখের আশায় পাড়ি জমিয়েছিলেন ঢাকায়। সাভারের রানা প্লাজায় গার্মেন্টসে কাজ করে কোনো রকমে সংসার চলছিল। কিন্তু ২০১৩ সালের ২৪ এপ্রিলের ভয়াল দিন বদলে দেয় তার পুরো জীবন। রানা প্লাজা ধসের দিন দুর্ঘটনায় মারাত্মক আহত হন তিনি। বুক, পেট ও পায়ে গুরুতর আঘাত নিয়ে ভর্তি হন ঢাকার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। দুই মাস সেখানে চিকিৎসা নিয়ে ফিরলেও, অর্থের অভাবে থেমে যায় তার চিকিৎসা। এরপর থেকে...
Developed by BDITHOST