স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) ৫ম আন্তর্জাতিক ফোকলোর সম্মেলন শুরু হয়েছে। রোববার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ের শহীদ তাজউদ্দীন আহমদ সিনেট ভবনে ‘ফোকলোরস্টিকস ইন পারসুট অব এসডিজিজ: এ ইউনিসন এন্ডেভার অব ইউনি এন্ড ইন্ডাস্ট্রি’ শীর্ষক এই সম্মেলনের উদ্বোধন করেন প্রধান অতিথি বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। সম্মেলনে উদ্বোধনী বক্তৃতা করেন নর্থবেঙ্গল ইন্টারন্যাশনাল বিশ^বিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আবদুল খালেক এবং বিশিষ্ট অর্থনীতিবিদ ড. কাজী খালিকুজ্জামান আহমদ অনলাইনে যুক্ত হয়ে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য আসাদ মান্নান, বাংলা অ্যাকাডেমির মহাপরিচালক মুহাম্মদ নূরুল হুদা, রাবি সহ-উপাচার্য অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক মো. হুমায়ুন কবীর। সম্মেলন সাংগঠনিক কমিটির সভাপতি ও বিশ^বিদ্যালয়ের ফোকলোর বিভাগের সভাপতি অধ্যাপক মোস্তফা তারিকুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক মোবাররা সিদ্দিকা। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফোকলোর...
Developed by BDITHOST