
স্টাফ রিপোর্টার: রাজশাহী বিশ^বিদ্যালয়ে (রাবি) ভর্তি পরীক্ষা উপলক্ষে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টার তিন দিনব্যাপি বহুমুখী সেবা কার্যক্রম পরিচালনা করছে। গত ২৯ মে থেকে কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের পরিচালক এডভোকেট কায়সার পারভেজ মেহেদীর নেতৃত্বে ১৩০ জন স্বেচ্ছাসেবক রাজশাহী বিশ^বিদ্যালয়ের বিভিন্ন ভবন ও রাস্তার পাশে পড়ে থাকা কাগজ, প্লাস্টিক বোতলসহ আবর্জনা পরিস্কার করার অভিযানে অংশ নেন। ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখার মধ্য দিয়ে পরীক্ষা চলাকালে সকলের স্বাস্থ্য-সুরক্ষায় নিশ্চিত করা হয়। কোয়ান্টাম ফাউন্ডেশন রাজশাহী সেন্টারের পরিচালক এডভোকেট কায়সার পারভেজ মেহেদী বলেন, কোয়ান্টাম ফাউন্ডেশন সৃষ্টির সেবামূলক কাজ করে আসছে গত ৩০ বছর ধরে। এরই ধারাবাহিকতায় রাজশাহী সেন্টার গত তিন বছর ধরে রাজশাহী বিশ^বিদ্যালয়ে যখন এডমিশন টেস্ট হয়, তখন বিশ^বিদ্যালয়ের প্রশাসনের অনুমতিক্রমে আমরা এখানে কয়েকটি সেবা দিয়ে আসছি। তারমধ্যে অন্যতম হলো পরিস্কার পরিচ্ছন্ন সেবা, অ্যাম্বুলেন্স সেবা, অক্সিজেন...
Developed by BDITHOST