রাবি প্রতিনিধি : জাতীয় তায়কোয়ানডো, অ্যাথলেটিকস, আন্তঃবিশ্ববিদ্যালয় বাস্কেটবল ও ক্রিকেট প্রতিযোগিতায় পদকজয়ী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের খেলোয়াড়, কোচ ও ম্যানেজারদের মাঝে ব্লেজার ও পুরস্কার প্রদান করা হয়েছে।
সোমবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত অনুষ্ঠানে ৬২ জন খেলোয়াড়কে ব্লেজার এবং চ্যাম্পিয়ন ও রানারআপ ট্রফি দেওয়া হয়। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগকে চ্যাম্পিয়ন ট্রফি এবং মনোবিজ্ঞান বিভাগকে রানারআপ ট্রফি প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সালেহ্ হাসান নকীব। তিনি বলেন, “খেলাধুলার মাঠে আমরা মাঝেমধ্যে গোলযোগের ঘটনা দেখি। কোনো অবস্থাতেই মাঠে গোলযোগ বরদাশত করা হবে না। খেলাধুলা একটি জাতির সভ্যতার পরিচায়ক। তাই মাঠে শৃঙ্খলা ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত জরুরি। তা না হলে বিষয়টি অন্ধ নেতৃত্বে পরিণত হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহা. ফরিদ উদ্দীন খান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. মতিয়ার রহমান এবং শারীরিক শিক্ষা বিভাগের ভারপ্রাপ্ত পরিচালক রোকসানা বেগম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মাঈন উদ্দীন।